ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলায় আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ভোলায় আয়কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: সুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নাই, সমৃদ্ধি ও সোনালী দিন আনতে হলে আয়কর দিন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে আয়কর মেলা।
 
জেলা কর কমিশন ভোলা সার্কেলের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কর কার্যালয়ে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন-ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, বরিশাল কর অঞ্চলের যুগ্ম কমিশনার গনেশ চন্দ্র মণ্ডল।

মেলায় ১০টি স্টল প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।