ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাগুরায় চার দিনব্যাপী আয়কর মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মাগুরায় চার দিনব্যাপী আয়কর মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে মাগুরায় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাহাপাড়া জেলা আয়কর কার্যালয় চত্বরে এ মেলা শুরু হয়।



এ উপলক্ষে জেলা সহকারী কর কমিশনার আহসান উজ জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কর কমিশনার রিয়াদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী ও মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।