ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে সিপি ফাইভ স্টারের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ময়মনসিংহে সিপি ফাইভ স্টারের যাত্রা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহে সিপি ফাইভ স্টার নামে আধুনিক এক ফার্স্ট ফুড রেস্তোরাঁর যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের চরপাড়া মোড় এলাকায় এর উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।



এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর দুলাল, ফার্স্ট ফুডের এবং মাশা-প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের কর্ণধার মনসুরুল আলম চন্দন উপস্থিত ছিলেন।

এ ফার্স্ট ফুডে সিপি ফ্রাইড চিকেন, চিকেন বল, সিপি মাসালা চিকেন, সিপি স্পাইসি চিকেনসহ বিভিন্ন চিকেন আইটেম পাওয়া যাবে বলে সিপি ফাইভ স্টার থেকে জানানো হয়।

শহরের নতুনবাজার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সিপি ফাইভ স্টারের আরও দু’টি শোরুম রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।