ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমএস অ্যালার্টে ব্যাংক আলফালাহ-এসএসএল চুক্তিসই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএমএস অ্যালার্টে ব্যাংক আলফালাহ-এসএসএল চুক্তিসই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবুধাবি গ্রুপের মালিকানায় পরিচালিত বাংলাদেশের অন্যতম সফল আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক আলফালাহ  গ্রাহকদের এসএমএস অ্যালার্ট সেবা দিতে এসএসএল ওয়্যারলেসের (সফটওয়্যার শপ লিমিটেড) সঙ্গে চুক্তি সই করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আলফালাহ’র কান্ট্রি অফিসে এ জন্য চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংক আলফালাহ’র পক্ষে কান্ট্রি হেড এস.এ.এ. মাসরুর, কান্ট্রি ক্রেডিট হেড মোহাম্মাদ ইমরান, কান্ট্রি হেড অব অপারেশনস এহসানুল হক কোরেশি, হেড অব রিটেইল তারেক রিয়াজ খান, হেড অব আইটি মোহাম্মদ তাসলিমুল হক উপস্থিত ছিলেন।

এসএসএল ওয়্যারলসের পক্ষে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী, হেড অব ইঞ্জিনিয়ার শাহজাদা রেদওয়ান, হেড অব প্ল্যানিং ইফতেখার আলম ইসহাক, ম্যানেজার সউদ বনি জাহানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক আলফালাহ’র গ্রাহকেরা এখন থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন। গ্রাহকদের এই সেবা প্রদানের মাধ্যমে ব্যাংক আলফালাহ’র সুনাম ও গ্রাহক সন্তুষ্টি আরো বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

এ পরিসেবার মাধ্যমে ব্যাংক আলফালাহ’র গ্রাহকেরা প্রতিটি লেনদেনের তথ্য, লেনদেনের লিমিট অতিক্রমকরণ সতর্কবার্তা, ব্যাংক প্রদত্ত কোনো নতুন সেবার ব্যাপারে অবহিতকরণ বার্তা, ভবিষ্যতে ব্যাংক আলফালাহ’র গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল প্রদান, মোবাইল এয়ারটাইম রিচার্জ এবং অনলাইন কেনাকাটায় বিল প্রদানের সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।