ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭শ’র বেশি আউটলেটে মাস্টারকার্ডের অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
৭শ’র বেশি আউটলেটে মাস্টারকার্ডের অফার

ঢাকা: ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডগ্রাহকদের জন্য সাতশ’র বেশি লাইফস্টাইল ও ডাইনিং পার্টনার আউটলেটে বিশাল ও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে মাস্টারকার্ড।  

মাস্টারকার্ডের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের তাদের পছন্দের রেস্টুরেন্ট ও দোকান থেকে কেনাকাটার সুযোগ করে দিতেই এ অফার।



অফারের আওতায় মাস্টারকার্ড গ্রাহকরা সাতশ’টিরও বেশি পার্টনার লাইফস্টাইল আউটলেট এবং রেস্টুরেন্টে পাবেন সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়।

এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, সাতশটিরও বেশি লাইফস্টাইল আউটলেট এবং রেস্টুরেন্টে এ বিশেষ অফার চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশের সব প্রধান প্রধান শহরগুলোর রেস্টুরেন্ট এবং লাইফস্টাইল আউটলেটেই থাকছে এ বিশেষ অফার।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।