ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরআরএম নিয়ে এলো ভূমিকম্প সহনীয় স্টিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরআরএম নিয়ে এলো ভূমিকম্প সহনীয় স্টিল ছবি: ফাইল ফটো

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় স্টিল রি-রোলিং ব্র্যান্ড রানী রি-রোলিং মিল (আরআরএম) বাজারে এনেছে ‘রানী টিএমটি ৫০০ডব্লিউ গোল্ড’। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই টিএমটি বার বাজারে আনার ঘোষণা দেয় আরআরএম গ্রুপ।



এই রড তৈরিতে আরআরএম ব্যবহার করছে সর্বশেষ স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি। বাংলাদেশে প্রথমবারের মতো টিএমটি বার তৈরিতে ডিএইচআর (ডাইরেক্ট হট রোলিং) প্রযুক্তি ব্যবহার করছে আরআরএম। এর মাধ্যমে প্রচলিত রি-হিটিং সিস্টেম ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এই পদ্ধতি সম্পূর্ণ পরিবেশ বান্ধব।

এই পদ্ধতিতে বার তৈরির পর তার উপর পর্যাপ্ত পরিমাণে পানি ছিটানো হয়। এর মাধ্যমে বারের বাইরের দিকে শক্ত থাকে এবং ভেতরের দিকটা শক্ত হয় না। আর এর ফলে রানী টিএমটি বার হয় সর্বোচ্চ শক্তিশালী এবং ওয়েল্ডিং, বাঁকানো যায় সহজেই। এর পাশাপাশি আগুন এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয় রানী টিএমটি বারে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের এমএমই বিভাগের প্রধান ড. আহমেদ শরিফ। আরও উপস্থিত ছিলেন আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম শুভ চৌধুরী এবং প্রধান নির্বাহী সঞ্জয় কুমার।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।