ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝিনাইদহে আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ঝিনাইদহে আয়কর মেলার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে ৩ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের মাওলানা ভাসানী সড়কে এ মেলার উদ্বোধন করা হয়।



খুলনা কর অঞ্চলের ৪ রেঞ্জের পরিদর্শী যুগ্ম কর কমিশনার মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলতাফ হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দিন, আয়কর আইনজীবি সমিতির খন্দকার মাহবুব আলম। এসময় আয়কর কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ২০ সেপ্টেম্বর শনিবার এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।