ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাকুন্দিয়ায় এক্সিম ব্যাংকের ৯৬তম শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পাকুন্দিয়ায় এক্সিম ব্যাংকের ৯৬তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক্সিম ব্যাংকের ৯৬তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ রোডের পূর্ণিমা প্লাজায় এ শাখার উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
 
বৈশাখী টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার লতিফুন মতিন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পৌর মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সহ-সভাপতি শামছুদ্দোহা, প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, শিল্পপতি মীর হোসেন, পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরফান উদ্দিন ও এক্সিম ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।