ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জয়পুরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা

জয়পুরহাট: সুখী স্বদেশ গড়তে ভাই, আয় করের বিকল্প নাই- এ স্লোগানে জয়পুরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট কর কমিশনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
এ সময় সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম ও বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার খালেদ শরীফ আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে সাধারণ মানুষকে কর দিতে আরো উৎসাহ যোগাতে জেলার সর্বোচ্চ কয়েকজন করদাতাকে সম্মাননা দেওয়া হয়। এ মেলা চলবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।