ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ভ্যাট প্রত্যাহারে রাজস্বে তেমন প্রভাব পড়বেনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
‘ভ্যাট প্রত্যাহারে রাজস্বে তেমন প্রভাব পড়বেনা’ মো. নজিবুর রহমান / ফাইল ফটো

সিলেট: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারে রাজস্বে তেমন প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, প্রত্যাহারকৃত ভ্যাট অন্য খাত থেকে পূরণ করা হবে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
নজিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এদেশে আয়কর একটি শক্তিশালী ভূমিকা রাখবে। বাংলাদেশে দিন দিন জিডিপির হার বাড়ছে। তাছাড়া দেশে বিভিন্ন খাত থেকে আরো বেশি কর আদায় সম্ভব।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নে রাজস্ব বোর্ড আরো শক্তিশালী ভূমিকা পালন করছে। জনকল্যাণের জন্য আয়কর আদায় করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, যারা আয়কর দেওয়ার উপযোগী তারা কর ফাঁকি দিলে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে সিলেটের মানুষ আয়কর দিতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এ কারণে লক্ষ্যমাত্রার তুলনায় সিলেটে বেশি আয়কর আদায় সম্ভব।

নজিবুর রহমান বলেন, রাজস্ব বোর্ড আগামীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়কর বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। তাছাড়া আয়কর বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলে মানুষ আয়কর প্রদান সম্পর্কে আরো বেশি জানতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট কর আঞ্চলের কর কমিশনার মাহমুদুর রহমান, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার জাকির হোসাইন, উপ কর কমিশনার শান্ত কুমার সিংহ, সহকারী কর কমিশনার কাজল দেব, সিলেটের ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
 
এরআগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সপ্তাহব্যাপী সিলেট আয়কর মেলা পরিদর্শন করেন। এ সময় তিনি আয়কর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।