ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন লোগোতে ইউসিবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নতুন লোগোতে ইউসিবি

ঢাকা: সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং খাতেও যোগ হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি আর অত্যাধুনিক সেবা।

তেমনি উন্নত গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে নেটওয়ার্কিং সিস্টেমে পরিবর্তন এনেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশও (ইউসিবি)।

বদলে গেছে ব্যাংকির লোগোতেও।

সংশ্লিষ্টরা বলছেন, এতে ইউসিবি’র গ্রাহক সেবার মান আরও উন্নত হয়েছে। সময়ের সঙ্গে এগিয়ে নিতে সেবার পুরো কাঠামো পরিবর্তন করে তা উপযোগী করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে ইউসিবি কর্তৃপক্ষ জানায়, ১৭ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে নতুন লোগো উন্মোচন করা হয়।

এ সময় দেশের স্বনামধন্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এবং রফিকুন নবী ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর হাতে পরিবর্তিত লোগোর স্কেচ তুলে দেন।

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খানের উপস্থাপনায় অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ দেশের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরাও অংশ নেন।

এতে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।