ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭০ শতাংশ তরুণ উদ্যোক্তা কর দিতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
৭০ শতাংশ তরুণ উদ্যোক্তা কর দিতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ঢাকা: দেশের ৭০ শতাংশ তরুণ উদ্যোক্তা কর দিতে চায় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলায় সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।



প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ড প্রথমবারের মতো এ সংলাপের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ৭০ শতাংশ তরুণ উদ্যোক্তা কর দিতে চায়। আগে তরুণ প্রজন্মের মধ্যে ধারণা ছিলো, যে যত বেশি কর ফাঁকি দেবে সে তত স্মার্ট। এখন ধারণা উল্টো। স্মার্ট তরুণ প্রজন্ম মনে করে, কে কত বেশি কর দিতে পারে।

তরুণ প্রজন্মকে কর দেওয়ায় উদ্বুদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরিবেশ সৃষ্টি এনবিআরকে নিশ্চিত করতে হবে বলে মনে করেন পলক।

তিনি বলেন, এনবিআরসহ দেশের ওয়েবসাইটগুলোতে একমুখী তথ্য থাকায় ৬০ শতাংশ মানুষ এসব সাইটে একবারের বেশি ভিজিট করতে চায় না। সব ওয়েবসাইটকে ডায়নামিক করা হবে, যাতে যেসব তরুণ প্রজন্ম সোস্যাল মিডিয়ায় থাকে তারা ওয়েবসাইটে চ্যাটিং করতে পারে।
 
প্রতিমন্ত্রী বলেন, এনবিআরের একটি হেল্পলাইন চালু করতে হবে। এছাড়া এনবিআরের জন্য একটি মোবাইল অ্যাপস করা হবে, যেখানে রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা থাকবে। যার মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে।

১৬ কোটি মানুষের দেশে ১২ লাখ মানুষ কর দেন। এ হার বাড়াতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোস্যাল মিডিয়ার ব্যবহার বাড়াতে হবে বলে জানান পলক।
সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপে রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন।

সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বেসিস সভাপতি শামীম আহসান, আইসিটি এক্সপার্ট মোস্তফা জব্বার, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, অ্যামটব সাধারণ সম্পাদক নুরুল কবির প্রমুখ কথা বলেন।

ইউটিইউবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর বিষয়ে প্রশ্নের উত্তর দেন সংলাপে আগত অতিথিরা।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরইউ/এএ

** চতুর্থদিন ১৯৩ কোটি টাকা আয়কর আদায়
** বক্সে পরামর্শ পড়লেই ‘ব্যবস্থা’
** আগ্রহে বাড়ছে ই-পেমেন্টে, বাধা চার্জ
** অনলাইন লাইভে জাতীয় আয়কর মেলা
** আয়কর নিয়ে ‘সোস্যাল মিডিয়া সংলাপ’ শনিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।