ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের একটি পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ শাখার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

এ সময় তিনি ব্যাংকটির শাখা ব্যবস্থাপক রিপন কর্মকারকে তার আসনে বসিয়ে অভিনন্দন জানান।

উদ্বোধনকালে ড. মোহীত উল আলম বলেন, ব্যাংকের এ শাখা উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক দিনের দাবি পূরণ হলো। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা আরও সহজতর হবে।

সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহের জেনারেল ম্যানেজার মো. মোরশেদ আলম খন্দকার এ শাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারকে সর্বোচ্চ সেবাদানের আশ্বাস দেন।

এরপর তার হাতে বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৫৬৬ টাকার চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এম এম শামসুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল কাদের চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।