ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামীতে করমেলার সময়-পরিধি বাড়ানো হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আগামীতে করমেলার সময়-পরিধি বাড়ানো হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: আগামীতে আয়কর মেলার সময় ও পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আয়কর মেলা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।


 
আয়কর মেলা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, মেলায় করদাতাদের সঙ্গে কথা বলে জেনেছি মানুষ হয়রানি ছাড়াই রিটার্ন জমা ও কর দিতে পারছেন।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলার পরিধি এবারও বাড়ানো হয়েছে। এ ধরনের উদ্যোগ করদাতা বাড়াতে সহায়তা করবে। আগামীতে করমেলার সময়-পরিধি বাড়ানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরইউ/আইএ

** শেষ সময়ে ভিড় বাড়ছে আয়কর মেলায়
** আয়কর নিয়ে এবার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।