ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএল পরিবেশকদের ইউরোপ ভ্রমণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএফএল পরিবেশকদের ইউরোপ ভ্রমণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল তার পরিবেশকদের ইউরোপ ভ্রমণ করিয়েছে।

সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরির ২৮ জন পরিবেশক গত বছরের (২০১৪ সাল) সেরা পারফরমেন্সের জন্য সপরিবারে এ সুযোগ লাভ করেন।



তারা ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি এবং ভ্যাটিকেন সিটির গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, সমুদ্র সৈকত, জলপ্রপাত ঘুরে এসেছেন। এছাড়া জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদর দফতরও ভ্রমণ করেন আরএফএল পরিবেশকরা।

আরএফএল’র পরিচালক আরএন পল জানান, বিপণনে উৎসাহিত করতে প্রতিবছরই তারা পরিবেশকদের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ করে দেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ভ্রমণে পরিবেশকদের সঙ্গী হন আরএফএল’র সিনিয়র জিএম মো. জাহাঙ্গীর আলম ও ডিজিএম তৌকিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।