ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের ছুটি শেষে চালু হলো বেনাপোল বন্দর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ঈদের ছুটি শেষে চালু হলো বেনাপোল বন্দর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বেনাপোল (যশোর): ঈদুল আজাহার তিন দিনের সরকারি ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কর্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৭ সেপ্টম্বর) সকাল ১০টায় ছুটিতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা স্থলবন্দরে যোগ দেন।



তবে প্রথম দিনে আমদানি-রফতানি চললেও, ছিল ঢিলেঢালা ভাব। আগামী ২৮ সেপ্টম্বরের মধ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরলে ব্যস্ত হয়ে উঠবে বন্দর, জানান সংশ্লিষ্টরা।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ছুটি শেষ হলেও অনেক ব্যবসায়ীরা এখনও ঈদের আমেজে রয়েছেন। যেসব অফিস চালু হয়েছে, সেগুলোতেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। আগামী দু’একদিনের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিক  কর্মব্যস্ততা ফিরে আসবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব বিষয়ক কর্মকর্তা অমিত কুমার দাস বাংলানিউজকে বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভারত থেকে ৯০টি ট্রাক আসে আর বেনাপোল বন্দর থেকে ৪০টি ট্রাক ভারতে গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টম্বর ২৭, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।