ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোমবার দিল্লি যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
সোমবার দিল্লি যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ

ঢাকা: দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লি যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাণিজ্যমন্ত্রী।

ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারামের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।

বিশ্ব ব্যাংকের সহায়তায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)  এ সম্মেলেনের আয়োজন করছে।

সোমবার শুরু হওয়া এ সম্মেলন বুধবার পর্যন্ত চলবে। সফরকালে সম্মেলনে যোগদান ছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রী, পদস্থ নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, বহুজাতিক কোম্পানির প্রতিনিধি এবং কূটনীতিকরা এ সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর মিনিস্ট্রিয়াল রাউন্ড-এ বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা বক্তব্য দেবেন।

মঙ্গলবার সম্মেলনের প্লেনারি সেশন-৪ এ বক্তব্য দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

সংশ্লিষ্টরা বলছেন, সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর যোগদানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য ফোরাম সাফটায় বাংলাদেশের অবস্থান নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া এ অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক নেটওয়ার্ক স্থাপনেও সেতুবন্ধন হিসেবে কাজ করবে এ সম্মেলন।

‘অ্যাচিভিং ইক্লুসিভ গ্রোথ থ্রো ডিপার ইকনোমিক ইনটিগ্রেশন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে- সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ করা।

সরকারের সঙ্গে বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকদের পারস্পরিক যোগাযোগ-মতবিনিময়ের প্লাটফর্ম হিসেবে কাজ করে ভারতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ।

সফর শেষে বুধবার বাণিজ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।