ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ব্যবসায়ীদের ধর্মঘট পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
খুলনায় ব্যবসায়ীদের ধর্মঘট পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে খুলনায় ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে শনিবার (০৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করেন তারা।



এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খুলনার সব শ্রেণির ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

ধর্মঘট চালাকালে দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কেসিসি কর্তৃক অস্বাভাবিকহারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।