ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি মার্কিন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি মার্কিন ডলার ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স)  এসেছে  ১৩৪ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অর্থের পরিমাণ ছিল ১৩১ কোটি মার্কিন ডলার।


 
চলতি বছরের আগস্ট মাসে এসেছে ১১৯ কোটি মার্কিন ডলার। সেপ্টেম্বরে আগস্ট মাসের চেয়ে ১৫ কোটি মার্কিন ডলার বেশি এসেছে।
 
সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।

রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের প্রতিবেদন থেকে এতথ্য পাওয়া গেছে।
 
প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯১ কোটি মার্কিন ডলার। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের মাধ্যমে প্রায় ৩ কোটি মার্কিন ডলার।
 
আগস্টের চেয়ে সেপ্টেম্বরের রেমিটেন্স বাড়লেও কমেছে জ‍ুলাই থেকে। জুলাই মাসে এসেছিল ১৩৮ কোটি মার্কিন ডলার।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।