ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেয়াদ বেড়েছে কৃষি ব্যাংক এমডির

স্পেশাল করেসপন্ডেনন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মেয়াদ বেড়েছে কৃষি ব্যাংক এমডির

ঢাকা: বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ ইউসুফের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বেড়েছে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনেরও।



মঙ্গলবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১ অক্টোবর অথবা যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

অপর এক আদেশে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মো. মোশাররফ হোসেনের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় ১৫ অক্টোবর অথবা যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।