ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের লাখ কম্বল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের লাখ কম্বল ছবি: সংগৃহীত

ঢাকা: শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ ১০ হাজার কম্বল দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার হাতে ব্যাংকের কর্মকর্তারা এ কম্বলগুলো হস্তান্তর করেন।



এসময় চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তারা। আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার জন্য শেখ হাসিনাও ব্যাংকের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর হাতে কম্বল তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ও ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।