ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণের হাত ধোয়া কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
প্রাণের হাত ধোয়া কর্মসূচি পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘সুস্থ স্কুল, সুস্থ জীবন’ স্লোগান নিয়ে প্রাণ-আরএফএল দু’টি বিদ্যালয়ে পালন করলো হাত ধোয়া কর্মসূচি। প্রাণের হ্যান্ডওয়াশ ‘ব্লিস’র সৌজন্যে নরসিংদী ও হবিগঞ্জের প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে এক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে জানানো হয়।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কর্মসূচিতে শেখানো হয় হাত ধোয়ার সঠিক নিয়ম।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণের হবিগঞ্জ শিল্প পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক, আরএফএল শিল্প পার্কের মহাব্যবস্থাপক শামসুল আলম, প্রাণ শিল্প পার্কের সহকারী মহাব্যবস্থাপক মো. মোস্তাক চৌধুরী, গ্রুপের সিনিয়র ম্যানেজার এইচ আর এম ফারুক হোসাইন এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।