ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শো-কেস মালয়েশিয়ায় উদ্ভাবনী সেবাপণ্য ইডটকোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
শো-কেস মালয়েশিয়ায় উদ্ভাবনী সেবাপণ্য ইডটকোর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেলিকম শিল্পে সম্ভাবনায়ময় নতুন খাত টাওয়ার ব্যবসার উদ্ভাবনী সেবাপণ্য ঢাকায় প্রদর্শন করেছে ইডটকো।

বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) আয়োজনে তিন দিনব্যাপী মেলায় ইডটকো তাদের পণ্য সম্ভার তুলে ধরে, যার মাধ্যমে টেলিকম খাতের ব্যয় কমিয়ে গ্রাহককে মানসম্মত সেবা দেওয়া সম্ভব।



রাজধানীর সোনারগাঁও হোটেলে এ আয়োজন চলবে রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত।

বাংলাদেশে বিএমসিসিআইয়ের চতুর্থ আয়োজনে ইডটকো বাংলাদেশ তাদের নানাবিধ সেবা ও পণ্যসম্ভার নিয়ে অংশ নিচ্ছে।

ইডটকোর এসব পণ্য বা সেবা ব্যবহার করে গ্রাহকরা মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিচালন ব্যয়ও অনেক কমাতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
প্রথমবারের মতো শো-কেস মালয়েশিয়ায় অংশ নিয়ে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ইকো সেন্টার প্রদর্শনের মাধ্যমে টাওয়ার ও এর আনুষঙ্গিক সেবার অবস্থান এবং প্রয়োজনীয়তার মাত্রা পর্যবেক্ষণ করে।
 
ইকো সেন্টার মূলত পরোক্ষ অবকাঠামো সেবা মনিটর করার দূরবর্তী স্বয়ংক্রিয় সিস্টেম। এটি সাইটের নিরাপত্তা, দক্ষ বিদ্যুৎ ব্যবস্থাপনা, পরিবেশ ও জেনারেটর সেট মনিটরিংয়ের কাজ করে। এছাড়াও এটি নিয়মিতভাবে জ্বালানি, ব্যাটারি, শক্তি, তাপমাত্রা, অ্যালার্মসহ অন্যান্য সেবা যা অবকাঠামো সেবায় প্রভাব রাখে তা মনিটর করে।
 
অন্য পণ্যের মধ্যে প্রদর্শনীতে রয়েছে ক্যামোফ্লেজ টাওয়ারের মিনিয়েচার ভার্সন, যা ইডটকো গ্রুপ ইতোমধ্যেই মালয়েশিয়ায় স্থাপন করেছে এবং খুব শিগগিরই বাংলাদেশেও একটি স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
 
ক্যামোফ্লেজ টাওয়ার শহরের নান্দনিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি বিল্ডিংয়ের ওপর টাওয়ারের অতিরিক্ত চাপ কমাতেও সহায়তা করবে। বাড়ির ছাদে টাওয়ারের সংখ্যা কমিয়ে নগর সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।