ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ভোমরা স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

সাতক্ষীরা: দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের শ্রমিকরা।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ন্যায্য মজুরির আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।



এরআগে ন্যায্য মজুরির দাবিতে বন্দরের চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে ধর্মঘট ডেকে কর্মবিরতিতে যায়। এতে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ বিষয়টি নিশ্চিত করে ‍বাংলানিউজকে জানান, দাবি-দাওয়া পূরণের আশ্বাস পেয়ে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।