ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারিতে বিদেশি এয়ারলাইনস

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারিতে বিদেশি এয়ারলাইনস

ঢাকা: বাংলাদেশের নিয়মনীতি না মেনে ও ভুল তথ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় বিদেশি এয়ারলাইনসগুলোর প্রতি কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিদেশি যেসব এয়ারলাইনস বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে তাদের বাংলাদেশ কার্যালয়ে কর্মরত কর্মীদের বেতন নিজ নিজ দেশ থেকে বৈদেশিক মুদ্রায় এনে পরিশোধ করার কথা।

কিন্তু তারা তা করছে না। বরং বাংলাদেশ থেকে প্রাপ্ত অর্থ নানা অসত্য তথ্য দিয়ে নিজ দেশে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে এই খাতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসার কথা ছিলো তা আসছে না। বরং বাংলাদেশের অর্থ এসব এয়ারলাইনস তাদের দেশে নিয়ে যাচ্ছে।
 
এছাড়াও বিদেশি এয়ারলাইনসগুলোতে আরো নানা অনিয়ম ধরা পড়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে।

গত এক বছরের বিভিন্ন সময়ে ১০টিরও বেশি বিদেশি এয়ারলাইনসের  ব্যাংক একাউন্ট ব্লক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, বিদেশি এয়ারলাইনসগুলোকে গত দুই বছরেরও বেশি সময় ধরে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে তাদের অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা তা আমলে না নিয়ে নিজেদের ইচ্ছা মতোই কার্যক্রম পরিচালনা করছে।

ওই কর্মকর্তা বলেন, বছর খানেক আগে থেকে পরিদর্শন কার্যক্রমে যাদের অনিয়ম পাওয়া গেছে তাদের একাউন্ট ব্লক করে দেওয়া হয়। এমন এয়ারলাইনসের সংখ্যা ১০টির কম নয়। তবে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে ভুল সংশোধন করায় তাদের কার্যক্রম পুনরায় পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু তাদের ওপর বর্তমানে কড়া নজর রেখেছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে তাদের প্রতিদিনের লেনদেন অনলাইন নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে।
 
তবে এ বিষয়ে বিদেশি কোনো এয়ারলাইনসের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক কখনোই কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়নি, দেবেও না। অনিয়ম ঠেকাতে আমরা সব কাজই এখন অনলাইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ২৮টি বিদেশি এয়ারলাইনস তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ইউএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।