ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
৮ দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। এতে সোমবার (১৯ অক্টোবর) থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।



তবে বিশেষ ব্যবস্থায় চালু থাকবে যাত্রী পারাপার।
 
এদিকে, বুড়িমারী স্থলবন্দর একমাত্র রুট হওয়ার কারণে ভারতের চ্যাংরাবান্ধা ও ভুটানের ফুলসিলিং স্থলবন্দরও এ সময়ে বন্ধ থাকবে।  
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সংগঠনের   আহ্বায়ক ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) একরামুল হক জানান, ২৭ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।