ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংক-এসএসএল ওয়্যারলেসের মধ্যে চুক্তি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
প্রিমিয়ার ব্যাংক-এসএসএল ওয়্যারলেসের মধ্যে চুক্তি

ঢাকা: গ্রাহকদের জন্য মোবাইলে এসএমএস ব্যাংকিং সেবা চালু করল বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

এবিষয়ে মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের (সফটওয়্যার শপ লিমিটেড) সঙ্গে একটি চুক্তি সই হয়েছে।



বুধবার (২১ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই করা হয়।

এতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার ফজলে রশিদ  এবং এস এস এল ওয়্যারলেসের এমডি সাইফুল ইসলাম নিজ নিজ পক্ষে ‍চুক্তিতে সই করেন।

এসময় এসএসএল-এর জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলোদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।