ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোমবার জয়পুরহাট যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সোমবার জয়পুরহাট যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আতিউর রহমান

জয়পুরহাট: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আতিউর রহমান সোমবার (২৬ অক্টোবর) জয়পুরহাট সফরে আসছেন।

তিনি সোমবার দুপুর ১২টার দিকে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে প্রধান অতিথি হিসেবে কৃষি ঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলা-২০১৫ এর শুভ উদ্বোধন করবেন।



এছাড়াও কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিন ফাইন্যান্সিং, ১০ টাকা হিসাবের বিপরীতে ঋণ বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদি পশু পালনে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্ততাদের মাঝে সনদ বিতরণ করবেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন-বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণু পদ সাহা, পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম ও জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এস.এম সোলায়মান আলী প্রমুখ।

গভর্নর ডা. আতিউর রহমানের আগমনে জয়পুরহাট শহর নতুন রুপে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।