ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আদায় কম হওয়ায় অর্থমন্ত্রীর উদ্বেগ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
রাজস্ব আদায় কম হওয়ায় অর্থমন্ত্রীর উদ্বেগ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় কম হওয়ায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে রাশিয়ার নিউক্লিয়ার কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।



অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম তিন মাসে তার দায়িত্ব পালনকালীন যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরীণ বিরোধই এর জন্য দায়ী। এর ফলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে এনবিআর’র অভ্যন্তরীণ বিরোধ কমাতে হবে এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিরোধ কমাতে এরই মধ্যে এনবিআর চেয়ারম্যানকে তলব করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।