ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল আইবিএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল আইবিএল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (আইবিসিএফ) প্রদত্ত ‘ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড’ পেয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড।

বুধবার (২৮ অক্টোবর) পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।



এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইসলামিক ব্যাংকিং বিশেষজ্ঞ ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক ও এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল একেএম নুরুল ফজল বুলবুলসহ সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ২১টি সদস্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকরা।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।