ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেভেন সিস্টার্সের উন্নয়নে সহায়তা চেয়েছে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
সেভেন সিস্টার্সের উন্নয়নে সহায়তা চেয়েছে ভারত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: ভারত তাদের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সাতটি রাজ্যের আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেছেন, ভারত বলেছে, বাংলাদেশের সহযোগিতা ছাড়া সেভেন সিস্টার্সের উন্নয়ন সম্ভব নয়।

তারা বাংলাদেশের সহায়তা চেয়েছে। আমরাও তাদের আশ্বস্ত করেছি।

মেঘালয়ের শিলংয়ে আঞ্চলিক ব্যবসায়িক সংযোগ সম্মেলন শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপালের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ সহজতর করার জন্য শিলং-সিলেট এবং গৌহাটি-সিলেট ফ্লাইট চালু করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহারের জন্য আমরা প্রস্তাব দিয়েছি।

সম্মেলনে এসব রাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নৌ, রেলওয়ে ও সড়ক পরিবহনের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আবদুল মাতলুব আহমাদ বলেন, সিলেটের সীমান্ত দিয়ে ভারতের সাত রাজ্যে পণ্য আমদানি ও রফতানির পথ সুগমসহ আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সব দেশের মধ্যে আন্তঃসংযোগের বিষয়ে সম্মেলনে ফলপ্রসূ আলোচনা হয়েছে সম্মেলনে। এছাড়া, পাথর আমদানি রফতানি বন্ধ থাকার বিষয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশের রাজস্ব আয়ের লোকসানের দিকও সম্মেলনে তুলে ধরা হয়েছে।

শিগগির পাথর ও চুনা পাথর পুনরায় রফতানির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ভারত আশ্বস্ত করেছে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে ছিলেন এফবিসিসিআই পরিচালক শামীম আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া, ব্যবসায়ী নেতা মাসুদ আহমেদ চৌধুরী, এনামুল কুদ্দুছ, হিজকিল গুলজার, ‘তামাবিল কয়লা, পাথর ও চুনাপাথর আমদানিকারক গ্রুপ সিলেট’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।