ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংকে যোগ দিলেন নতুন ৬০ ম্যানেজমেন্ট ট্রেইনি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এবি ব্যাংকে যোগ দিলেন নতুন ৬০ ম্যানেজমেন্ট ট্রেইনি

ঢাকা: এবি ব্যাংকের ২০১৫ ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনিরা ব্যাংকে যোগ দিয়েছেন। সম্প্রতি প্রতিযোগিতামূলক বাছাইপর্বের মাধ্যমে ৫২ জন পুরুষ ও ৮ জন নারী কর্মকর্তা নিয়োগ পান।



এবি ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার ও ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম স্পন্সর চেয়ারম্যান এম মোর্শেদ খান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, পরিচালনা পর্ষদের অন্য সদস্য, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।