ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের কর্মশালা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের কর্মশালা ছবি: সংগৃহীত

ঢাকা: বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘আই এস এস রিপোর্টিং টু বাংলাদেশ ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন ও ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ মোট ৬২জন  কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিয়া প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম খান, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন ও ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) হরি নারায়ণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।    
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর: ০২, ২০১৫।
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।