ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংক কর্মকর্তা সোসাইটির ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
জনতা ব্যাংক কর্মকর্তা সোসাইটির ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ০৬ নভেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। ব্যাংকের ডিএমডি হাসান ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা ও ব্যাংকের পরিচালক মো. মাহাবুবুর রহমান হিরণ এবং মো. আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।