ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিলারদের পুরস্কৃত করলো স্টার সিরামিক্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ডিলারদের পুরস্কৃত করলো স্টার সিরামিক্স ছবি : সংগৃহীত

ঢাকা: টাইলস ও স্যানিটারিওয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টার সিরামেক্সের ডিলারদের সম্মানে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্টার সিরামিক্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, গত ৯ নভেম্বর রাজধানীর কুমিটোলার আর্মি গলফ ক্লাবে  স্টার সিরামিক্সের ডিলারদের নিয়ে এক পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

‘বি এ স্টার’ শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৬ জন ডিলারকে পুরস্ক‍ৃত করা হয়। এরমধ্যে ১১ জন ‘ট্রিপল এ’, ১৬ জন ‘ডাবল এ’ এবং ১৭ জন ‘এ’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন।

সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন এ’ অর্জন করেছে দু’জন ডিলার।   তারা হলেন-রাজধানীর মোহাম্মদ ট্রেডিং ও টাইলস হাউজ।   

অনুষ্ঠানে স্টার সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএকে আনোয়ারুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মোয়াল্লেমুল ইসলাম, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং সৈয়দ আলী আবদুল্লাহ জামিসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।