ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝিনাইদহে রবি সেবা কেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ঝিনাইদহে রবি সেবা কেন্দ্রের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের থানার সামনে রবি সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় এর উদ্বোধন করা হয়।



এসময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, রবি’র রিজিওনাল ম্যানেজার আমির খসরু, ফরিদপুর সেন্টারের ম্যানেজার আজমল হোসেন, কুষ্টিয়া এরিয়া ম্যানেজার ফয়রুজ হোসেন, স্পেশালিস্ট খালেদ।

আরো উপস্থিত ছিলেন, রবি সেবা ঝিনাইদহ এরিয়া ম্যানেজার সুরাদুজ্জামান ও কেন্দ্রের কাস্টমার ম্যানেজার উৎপল চৌধুরী দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে রবি গ্রাহকরা তাদের সেবা হাতের নাগালে সহজেই পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।