ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আড়ংয়ের পণ্যে গ্রামীণফোন স্টার গ্রাহকদের ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আড়ংয়ের পণ্যে গ্রামীণফোন স্টার গ্রাহকদের ছাড়

ঢাকা: যৌথ প্রচারণার অধীনে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা আড়ংয়ের পণ্যে আগামী এক মাস ১০ শতাংশ ছাড় পাবেন।

গ্রামীণফোন এ বিষয়ে বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের অঙ্গ প্রতিষ্ঠান আড়ংয়ের সঙ্গে একটি চুক্তি সই করেছে।



শনিবার (১৪ নভেম্বর) গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তি অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং খুলনায় অবস্থিত আড়ংয়ের ১৫টি শাখার সবকটিতে পণ্য ক্রয়ে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা এই ছাড় পাবেন।

গ্রামীণফোনের ডিরেক্টর প্রোডাক্ট হাসিবুল হক এবং আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ ১৪ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রচারণার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি সই করেন।

প্রচারণার অধীনে পোশাক, উপহার, অ্যাক্সেসরিজ, জুতা, ঘর সাজানোরা সামগ্রী, নকশীকাঁথা, বিয়ের সামগ্রী এবং আসবাবপত্র কেনায় ছাড়া পাওয়া যাবে।
স্টার গ্রাহকরা বিশেষ অফার সম্পর্কে www.grameenphone.com/star-program এবং আড়ংয়ের পণ্য সম্পর্কে জানতে  www.aarong.com ভিজিট করতে পারেন।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।