ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্ধারিত ৬ পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নির্ধারিত ৬ পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ৩০ নভেম্বরের মধ্যে সরকার নির্ধারিত ৬টি পণ্য ধান, চাল, গম, ভূট্টা, চিনি ও সারের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার করতে হবে।

এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।