ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিকের খালি প্লট বাতিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বিসিকের খালি প্লট বাতিলের নির্দেশ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিসিক শিল্প নগরীতে যে সব প্লট খালি পড়ে আছে, সেগুলোর বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার (১৮ নভেম্বর) ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত 'এসএমই খাতের সমস্যা ও সম্ভাবনা' নিয়ে শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।



মন্ত্রী বলেন, বিসিককে ঢেলে সাজানোর কথা উঠেছে। বরাদ্দ পাওয়ার পরও প্লট খালি পড়ে থাকা নিয়ে কথা হয়েছে। আমরা বিসিকে খালি পড়ে থাকা প্লটের বরাদ্দ বাতিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে কেউ কোনো সমস্যা করলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, গ্রামে এখন অভাব বলতে কিছু নেই। ৪শ’ টাকার নিচে কোনো কাজের মানুষ পাওয়া যায় না।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এসএমইর প্রধান সমস্যা ব্যাংক ঋণ। এ খাতের উদ্যোক্তারা ঋণ পেলেও ১৭ থেকে ১৮ শতাংশ সুদ দিতে হয়। আমরা এসএমইর সুদের হার ৯ শতাংশ দেখতে চায়। এ জন্য প্রয়োজন হলে ব্যাংকগুলোর উচিত আমানতের সুদের হার কমিয়ে দেওয়া।

মাতলুব আহমেদের এ প্রস্তাবের উত্তরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, আমরা সুদের হার কমিয়ে আনার চেষ্টা করছি। সুদের হার এক অঙ্কেও নেমে এসেছে। শিগগির এ হার আরও কমবে।

এসএমই খাতের সুদের হার কমানোর বিষয়ে তিনি বলেন, তেলা মাথায় তেল দিবে এটাই স্বাভাবিক। বৃহৎ শিল্পের সুদের হার কমেছে। আমরা তথ্য পর্যালোচনা করে দেখবো এসএমইর সুদের হার কমানো সম্ভব হলে কমানো হবে।

শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অনেক শিল্প নগরীতে রাস্তা-ড্রেনের বেহাল অবস্থা। গ্যাস-বিদ্যুতের সমস্যাও রয়েছে। ২৩টি শিল্প নগরীতে গ্যাস নেই। আমরা খোঁজ খবর নিয়ে এসব বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। কারণ শুধু কৃষি দিয়ে কাঙ্খিত জিডিপি অর্জন সম্ভব নয়। শিল্পকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-এফবিসিসিআইয়ের প্রথম সহ সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।