ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের ক্ষেত্রে সব ধরনের গ্রাহকের প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধাররা।
 
বুধবার (২৫ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ হলে ‘বাংলাদেশ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ খাতের উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।


 
জাতীয় ব্যাংকিং মেলা-২০১৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট এ সেমিনারের আয়োজন করে।
 
এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু ধনীদের নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।
 
গভর্নর বলেন, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে সবগুলো ব্যাংককে একসঙ্গে একটি করে উপজেলা ধরে ধরে অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে হবে। নারী উদ্যোক্তাদের বিনিয়োগ মানে ভবিষ্যত প্রজন্মের বিনিয়োগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ৬ হাজার উদ্যোক্তা তৈরি করেছে।
 
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, বড় বড় গ্রাহকের পেছনে ছুটে টাকা না হারিয়ে ছোট ছোট গ্রাহকের দিকে নজর দিন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বিতরণের পরিমান খুবই নগণ্য।
 
তিনি বলেন, ঋণ বিতরণের জন্য গ্রাহক ব্যাংকে আসবে না। ব্যাংককেই গ্রাহকের দরজায় যেতে হবে। না গেলে যেকোনো সময় অস্তিত্ব সংকটে পড়তে হবে। কারণ ব্যাংকগুলোর বিরুদ্ধে ঋণ না পাওয়া ও অতিরিক্ত সুদ নেওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। যে হারে এসএমই সম্প্রসারণ করা উচিত, তা হচ্ছে না।
 
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও ন্যায্য মজুরি দেওয়ারও আহবান জানান সুর চৌধুরী।
 
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশকে মধ্যম আয়ে উন্নীত করতে ব্যাংকিং খাতের জন্য কাজ করছেন, এ লক্ষ্য বাস্তবায়নে আমরাও তার সঙ্গে কাজ করতে চাই।
 
বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ব্যবসা করলে আপনাকে সব ধরনের ব্যবসায়ীর কাছে যেতে হবে। শুধু বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে গিয়ে বসে থাকলে চলবে না। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরও অর্থায়ন করতে হবে।

এজন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন করার আহবান জানান তিনি।
 
রাজশাহীর নারী উদ্যোক্তা হাসনা বেগম নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজার আরও প্রসারিত করার আহবান জানান। আরও বক্তব্য দেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উদ্যোক্তা হালিমা খাতুন,  জামালপুরের দিলুয়ারা বেগম।  
 
সভায় সভাপতিত্ব করেন- এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। স্বাগত বক্তব্য দেন এর মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।
 
সেমিনারে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসই/আরইউ/ওএইচ/আরএম

** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।