ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে শীতকালীন আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
রাজশাহীতে শীতকালীন আয়কর মেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী কর ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মাহবুবুর রহমান।



রাজশাহী কর অঞ্চলের কমিশনার মো. দবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হাফিজ আহমেদ মুর্শেদ, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও রাজশাহী কাস্টসম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ড. আব্দুল মান্নান শিকদার। এছাড়া কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা সূত্রে জানা গেছে, এ কর মেলায় টিআইএন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশনের সুবিধা, ভুল সংশোধনের সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, টিআইএন’র সনদ প্রাপ্তির সুবিধা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদিসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

মেলা আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।