ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোরিয়ার সঙ্গে ২৮শ কোটি টাকার ফ্রেমওয়ার্ক চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কোরিয়ার সঙ্গে ২৮শ কোটি টাকার ফ্রেমওয়ার্ক চুক্তি

ঢাকা: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য ৩শ ৫০ মিলিয়ন মার্কিন ডলার (২ হাজার ৮শ কোটি টাকা) নমনীয় ঋণ সহায়তা সংক্রান্ত একটি ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট’ সই হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শেরেবাংলা নগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে চুক্তিটি সই হয়।



বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এএইচএনা সিং ডু ফ্রেমওয়ার্কে সই করেন।

ফ্রেমওয়ার্ক চুক্তিটি কোনো বিশেষ প্রকল্পের ঋণ চুক্তি নয়, এটি আমব্রেলা চুক্তি হিসেবে বিবেচিত হবে। এ ফ্রেমওয়ার্কের আওতায় ৮টি প্রকল্প বাস্তবায়িত হবে।

এগুলো হলো- কর্ণফুলী নদীর উপরে রেল সেতু নির্মাণ, রেলমন্ত্রণালয়ের বাংলাদেশের ভূমি জরিপ পদ্ধতি ডিজিটালাইজেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, গুরুতর অসুস্থ ও ক্রনিক ডিজিজে আক্রান্ত রোগীদের উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়া চিকিৎসা পদ্ধতির বিনিময় উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।