ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দু’দিনের ব্যাংকিং কনফারেন্স শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
দু’দিনের ব্যাংকিং কনফারেন্স শুরু রোববার

ঢাকা: ব্যাংকিং সেক্টরের সমস্যা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে দুই দিনব্যাপী ব্যাংকিং কনফারেন্স শুরু হচ্ছে রোববার (২২ নভেম্বর)।
 
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) রাজধানীর মিরপুর কার্যালয়ে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।



এতে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।  
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকাল ৯টায় কনফারেন্সের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
 
কনফারেন্সে ম্যাক্রো ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট  ইনফরমেশন-কমিউনিকেশন ইন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট ইন ব্যাংক ও কর্পোরেট গর্ভনেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংক বিষয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর সিতাংশু কুমার সুর চৌধুরী, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল কে এম জামশেদুজ্জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মহাপরিচালক তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।