ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে অফিস খুললো এক্সিস ব্যাংক

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশে অফিস খুললো এক্সিস ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ অফিস খুলেছে ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি এক্সিস ব্যাংক।

সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের লায়লা টাওয়ারে (৬ষ্ঠ তলা) এক্সিস ব্যাংকের বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস উদ্বোধন করেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন।

এ সময় এক্সিস ব্যাংকের কর্পোরেট রিলেশনশিপ গ্রুপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক গ্রুপ এক্সিকিউটিভ পি মুখার্জি উপস্থিত ছিলেন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রিপ্রেজেনটেটিভ অফিসটি বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় বাণিজ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সুবিধার প্রসার ও গ্রাহকদের সেবা দেবে।

বর্তমানে সিঙ্গাপুর, হংকং, দুবাই, কলম্বো এবং সাংহাই শহরে এক্সিস ব্যাংকের শাখা কার্যালয় রয়েছে। রিপ্রেজেনটেটিভ অফিস রয়েছে দুবাই ও আবুধাবীতে।

এছাড়া যুক্তরাজ্যে রয়েছে এক্সিস ব্যাংক ইউকে লিমিটেড, যা মূল এক্সিস ব্যাংকের একটি স্বয়ংসম্পূর্ণ উদ্যোগ।

এক্সিস ব্যাংক বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ অফিসের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত গোস্বামী।

ব্যাংকির সেবাসহ বিস্তারিত www.axisbank.com ওয়েব এড্রেসে পাওয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।