ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং মেলা

গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’

রহমত উল্যাহ ও শাহেদ ইরশাদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’ ছবি : সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাংকিং মেলা থেকে: নেই জামানত। তার ওপর সিঙ্গেল-ডিজিট ইন্টারেস্ট! এতো সুবিধার কারণে ‘এমটিবি গুণবতী’ নারী উদ্যোক্তাদের আশার আলো দেখাচ্ছে।


 
‘গুণবতী’তে যুক্ত হতে ভিড় করছেন নারীরা। শুধু তাই, বিষয়টি জানতে নারী উদ্যোক্তাদের স্বামীরাও ভিড় করছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের স্টলে।
 
বুধবার (২৫ নভেম্বর) ‘ব্যাংকিং মেলা বাংলাদেশ-২০১৫’ এ এমটিবি ব্যাংকের স্টলে কথা হয় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান খানের সঙ্গে।
 
এ ঋণের জন্য ‘বেস্ট ওমেন ফ্রেন্ডলি ব্যাংক-২০১৪’ লাভ করে এমটিবি। ম্যানুফ্যাকচারিং ও সার্ভিসিংয়ে এসএমই নারী উদ্যোক্তাদের জন্য এটি বিশেষ উপযোগী।
 
ওয়াহিদুজ্জামান খান বলেন, নারী উদ্যোক্তাদের জন্য অন্য ব্যাংকের চেয়ে এমটিবি’র গুণবতী খুবই সাড়া পাচ্ছে। শুধু মেলা নয়, সাধারণ সময়ে ব্যাংকের শাখায়ও প্রোডাক্টটি হাইলাইট।
 
সিনিয়র অফিসার (এসএমই ব্যাংকিং ডিভিশন) শামীমা জাহান বলেন, ২০১২ সালে চালুর পর অন্য ব্যাংকের চেয়ে আমরা বেশি সাড়া পেয়েছি। যেজন্য অ্যাওয়ার্ড পেয়েছি।
 
তিনি বলেন, প্রায় ১৫ কোটি টাকার মতো ঋণ রয়েছে। সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাওয়া যায়। তবে এমটিবি’র গ্রাহক হলে ১৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
 
মেলায় ‘এমটিবি গ্রাজুয়েট’ সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানান মো. ওয়াহিদুজ্জামান খান।
 
তিনি বলেন, ১৮ বছর বা তার বেশি যেকোনো শিক্ষার্থী এ সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন। অন্য ব্যাংকের চেয়ে এমটিবি বেশ কিছু সুবিধা দিয়ে থাকে।
 
আর্কষণীয় ইন্টারেস্ট রেট, প্রতিদিনের ইন্টারেস্ট, মাস শেষে জমা, ফ্রি ডেবিট কার্ড, ফ্রি ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাকাউন্ট মেনট্যানেন্স একদম ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে।
 
এছাড়া এমটিবি জুনিয়র, এমটিবি সিনিয়র, এমটিবি রুবি, এমটিবি ইন্সপায়ার, এমটিবি সঞ্চয়, এমটিবি গিফট অ্যাকাউন্টে বেশ সাড়া পাওয়া যাচ্ছে বলেন তিনি।
 
এমটিবি মিলিনিয়াম প্ল্যান, এমটিবি কোটিপতি, এমটিবি মাসিক বেনিফিট প্ল্যান, এমটিবি এডুকেশন প্ল্যান ও এমটিবি ডাবল সেভার সুবিধা রয়েছে।
 
এমটিবি স্টল থেকে জানানো হয়, এমটিবি একটি এনজিওর সহায়তায় পথশিশুদের ১০, ৫০ ও ১০০ টাকার প্রায় নয় হাজার অ্যাকাউন্ট খুলে দিয়েছে।
 
গ্রিন ব্যাংকিং এ গুরুত্ব দিচ্ছে এমটিবি। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, সৌর প্যানেল, কৃষি, জলবায়ু ব্যবস্থাপনা খাতে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।
 
এমটিবি’র ২২ হাজার ২৮৯টি ঋণ হিসাব, ৬ লাখ ২৩৭টি আমানত ঋণ, ১০৪টি শাখা, ১৩৭টি এটিএম বুথ ও দুই হাজার ১৮০টি সেলস অব পয়েন্ট রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরইউ/এসই/জেডএস

** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।