ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে শুরু লেদারটেক ট্রেড শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আইসিসিবিতে শুরু লেদারটেক ট্রেড শো ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিনদিনব্যাপী চামড়া শিল্পের বৃহত্তর বাণিজ্য প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ-২০১৫’।
 
বৃহস্পতিবার সকালে (২৬ নভেম্বর) তৃতীয়বারের মতো এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া।

এ সময় ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টসের চেয়ারম্যান এম রফিক আহমেদ উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন ভূইয়া বলেন, বাংলাদেশে রপ্তানিজাত পণ্যের মধ্যে চামড়া তৃতীয় অবস্থানে রয়েছে। রপ্তানিজাত পণ্যের মধ্যে তৈরি পোশাক খাত প্রধান ও অন্যতম হলেও এক্ষেত্রে চামড়া খাতও কম গুরুত্বপূর্ণ নয়।
 
তিনি বলেন, দেশের চামড়া শিল্পের আরো বেশি বিকাশের জন্য এই শিল্পের প্রতি বিশেষ নজর রেখেছে সরকার। রাজধানীর হাজারীবাগের চামড়া শিল্পকে একটি যথাযথ পরিবেশে নিয়ে যেতে রাজধানীর অদূরে হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী গড়ে তুলেছে সরকার।
 
লেদারটেক বাংলাদেশ-২০১৫ এর এই প্রদর্শনীতে অংশ নেওয়া দেশ-বিদেশি সব প্রতিষ্ঠানের শুভ কামনা করে শিল্প সচিব বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের চামড়া খাতে কাঁচামাল ও দক্ষ শ্রমশক্তি আন্তর্জাতিক বাজারে আরো বেশি সম্ভাবনা তৈরি হবে।

আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের আয়োজেনে প্রদর্শনীতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্যে, ফুটওয়্যার শিল্পের প্রয়োজনীয় মেশিনারিজ, কম্পোনেন্ট, ক্যামিকেল ও অ্যাক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে।
 
বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পযন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
 
আয়োজকরা জানান, তিন দিনের এই প্রদর্শনীতে তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, হংকং, জাপানের ১৪০টি প্রতিষ্ঠান এবং ভারত ও চীনের ৫০টি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান আলাদাভাবে স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে প্রয়োজনীয় লেদারের মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যে, কম্পোনেন্টস, ক্যামিকেল ও এক্সেসরিজ তুলে ধরছে।
 
চামড়া শিল্পের এই ট্রেড শোতে প্রধান পৃষ্ঠপোষক হলো- লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস। এছাড়া ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশেনও প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।