ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের ব্যাংকিং মেলা পরির্দশন করবেন গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ফের ব্যাংকিং মেলা পরির্দশন করবেন গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকিং মেলা-২০১৫ আবারও পরিদর্শন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় গভর্নর মেলা প্রাঙ্গণে উপস্থিত হবেন।



এসময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখবেন তিনি।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ২৪ নভেম্বর মেলা উদ্ধোধন করেন গভর্নর ড. আতিউর রহমান। মাঝে দুইদিন অতিবাহিত হয়েছে। শুক্রবার আবারও তিনি মেলা পরিদর্শন করবেন। এসময় তিনি বিভিন্ন ব্যাংকারদের খোঁজ নেবেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর: ২৭, ২০১৫
এসইআরইউ/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।