ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং মেলা পরিদর্শন করে সন্তুষ্ট গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ব্যাংকিং মেলা পরিদর্শন করে সন্তুষ্ট গভর্নর গভর্নর ড. আতিউর রহমান / ফাইল ফটো

ঢাকা: বাংলা একাডেমিতে আয়োজিত জাতীয় ব্যাংকিং মেলা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি মেলা পরিদর্শনে যান।


 
এসময় তিনি মেলায় অংশ নেওয়া ব্যাংকের স্টলগুলো ঘুরে দেখেন। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দর্শনার্থীদের দেখে ও ব্যাংকের সেবা সংক্রান্ত প্রচারণার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলা একাডেমিতে শুরু হয় পাঁচ দিনব্যাপী এ ব্যাংকিং মেলা। গত তিনদিনের তুলনায় শুক্রবার বিকেল থেকে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়াতে গভর্নর এ সন্তুষ্টি প্রকাশ করেন।
 
গভর্নর বলেন, সাধারণ মানুষ ব্যাংকমেলায় সাড়া দিয়েছে। এতে জনগণের মধ্যে আর্থিক সচেতনতা বাড়বে। বাংলাদেশে এ ধরনের মেলা প্রথম। আগামী বছর থেকে মেলা আরও জাঁকজমকপূর্ণ হবে আশাকরি।
 
মেলায় কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাজিবুল ইসলামের সঙ্গে।

তিনি বলেন, বাকি দিনগুলো কর্মদিবস থাকায় মেলায় আসতে পারিনি। শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেলে দেখতে এসেছি।

রাজিবুল ইসলামের মতো অনেকেই ছুটির দিন হওয়ায় মেলায় আসার সুযোগ পেয়েছেন।
 
ব্যাংকিং মেলার সমন্বয়ক ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল বলেন, মেলায় আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি। যা বাংলাদেশ ব্যাংকের জন্য মাইলফলক। আগামীতে ঢাকার সঙ্গে সারাদেশেও করার চিন্তা করা হচ্ছে।
 
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও দেশি-বিদেশি ৫৬টি ব্যাংক, ৮টি আর্থিক ও ৭টি আর্থিক সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
দর্শনার্থীদের জন্য মেলায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা বিষয়ক সেমিনার ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
 
** সর্বনিম্ন ইন্টারেস্টে হোম লোন দিচ্ছে সিটি ব্যাংক

** প্রবাসীদের জন্য জনতা ব্যাংকের সঞ্চয় স্কিম
** প্রিমিয়ারে সঞ্চয়ে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** ট্রাস্ট ব্যাংক দিচ্ছে ল্যাপটপ ঋণ
** স্ট্যান্ডার্ড চার্টার্ডে ‍হিসাব খুলতে ‍আপনার লাগবে ৫ লাখ টাকা
** ট্রাস্ট ব্যাংকের কোটিপতি অফার
** মানিব্যাগেরও কাজ করছে বিকাশ
** চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ
** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসই/আরইউ/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।