ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
‘চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা’ ড. আতিউর রহমান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, কোনো ব্যাংক যদি চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ফি হিসেবে টাকা-পয়সা নেয়, তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাংকিং মেলায় ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, কোনো ব্যাংক আপ্লিক্যান্টদের (আবেদনকারী) কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না। যদি কোনো ব্যাংক এখনও টাকা নিয়ে থাকে তাহলে নামসহ অভিযোগ করলে জড়িত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তদবিরে কেউ ঢুকতে পারবে না। মেধাবীরা যাতে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি নিতে পারে তা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। তদবিরে ব্যাংকে ঢুকবেন এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ’

অতিরিক্ত চার্জ প্রসঙ্গে গর্ভনর বলেন, ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে চার্জসহ গ্রাহকের প্রাপ্য বিষয়গুলো টানিয়ে দেওয়া হয়। বিষয়টি ব্যাংক প্রধানদের নিশ্চিত করতে হবে।

গ্রাহকদের ভোগান্তি কমাতে চার্জসহ বিভিন্ন সেবা ফেসবুক, ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।

ব্যাংকিং খাতে অনিয়ম আগের চেয়ে কমেছে জানিয়ে ড. আতিউর বলেন, তদারকির কারণে অনিয়ম আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে সম্পূর্ণ আসেনি। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে আরও বেশি শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি জানান, এডিবি’র সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরি পাবেন তারা। তৈরি হবেন নতুন উদ্যোক্তাও।  

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবুল কাশেম, আবু হেনা রাজী হাসান ও ১৩টি বেসরকারি ব্যাংকের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরইউ/এসই/এমএ

** ব্যাংকিং মেলা পরিদর্শন করে সন্তুষ্ট গভর্নর
** সর্বনিম্ন ইন্টারেস্টে হোম লোন দিচ্ছে সিটি ব্যাংক
** প্রবাসীদের জন্য জনতা ব্যাংকের সঞ্চয় স্কিম
** প্রিমিয়ারে সঞ্চয়ে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** ট্রাস্ট ব্যাংক দিচ্ছে ল্যাপটপ ঋণ
** স্ট্যান্ডার্ড চার্টার্ডে ‍হিসাব খুলতে ‍আপনার লাগবে ৫ লাখ টাকা
** ট্রাস্ট ব্যাংকের কোটিপতি অফার
** মানিব্যাগেরও কাজ করছে বিকাশ
** চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ
** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।