ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।



নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ব্যাংকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রাসেল ভুঁইয়া।

এছাড়াও মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন নিলু, আধারা ইউপির সাবেক চেয়ারম্যান রহমত আলী মোল্লা ও ব্যবসায়ী মো. তৌহিদুল ইসলাম শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।